
জীবনের সকল রঙের উৎসের
বিলোপ করা সেই পাখি,
উপহার দেয় নিকোটিনের
অম্লান ধোয়া।
ধাবিত হয়ে যাওয়া কালো
সেই হৃত্পিণ্ড,
চিৎকার করে বলতে থাকে,
আমি ক্লান্ত,
আর নিতে পারছি না,
মুক্তি চাই আমার।
মন বলে ভুলে গেলে কি হয়,
এইতো প্রায়শ্চিত্তের সময়,
নিতে তো হবেই।
হৃতপিণ্ড কাদো কাদো কন্ঠে
আবারো চিৎকার করতে থাকে,
মন বলে কাল থেকেই মুক্তি দিবো।
মুক্তির শ্বাস নেয় হৃত্পিণ্ড
কাল থেকে মুক্তি মিলবে!
মুক্তি আর মিলে না,
অভাগা ক্লান্ত হৃতপিণ্ডের
আবারো সেই অক্লান্ত কন্ঠে চিৎকার,
কিন্তু এবার সে মৃত্যুকে
হাতছানি দিয়ে চিৎকার জানায়,
মৃত্যুও সাড়া দিলোনা।
একই স্বান্তনা মৃত্যুর পক্ষ থেকে,
এইতো প্রায়শ্চিত্তের সময়।
থেমে যায় অভাগা ক্লান্ত হৃত্পিণ্ড।
ছুটি জানায় সব প্রায়শ্চিত্তকে,
ছুটির ঘন্টা দিয়ে যায়,
বলে যায়, বিদায় প্রায়শ্চিত্তের সময়।

লেখক:
মোঃ রিয়াদ
ফার্মেসী বিভাগ,
জগন্নাথ বিশ্ববিদ্যালয়।।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।