
নিজস্ব প্রতিবেদক, বগুড়া: বগুড়ায় ঈদ উল ফিতরের নামাজ এর জন্য সকল প্রস্তুতি হাতে নেয়া হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বগুড়া পৌরসভা থেকে ভিন্ন ভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
বগুড়া জেলা শহরের ঈদগা মাঠগুলো পরিস্কার পরিচ্ছন্ন করা হয়েছে। রঙ করে নতুন করে সাজানো হয়েছে। ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ঈদগাহ মাঠে বর্ণিল রঙের পতাকা দিয়ে সাজানো হয়েছে। করা হয়েছে লাইটিং। মুসল্লীদের ঈদের নামজের জন্য প্রস্তুত করা হচ্ছে মাঠ। নামাজ অনুষ্ঠিতকালে শহরে তিনস্তরে নিরাপত্তার ব্যবস্থা করেছে জেলা পুলিশ বিভাগ।
বগুড়া শহরের বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদের খতিব ও কেন্দ্রিয় জামে (বড়) মসজিদের ইমাম মুফতি মাওলানা আব্দুল কাদের জানান, বগুড়া শহরের সুত্রাপুর কেন্দ্রিয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। তবে বৃষ্টি হলে এবং মাঠ অনুপযোগি হলে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে কেন্দ্রিয় (বড়) মসজিদে সকাল সাড়ে ৯টায়।
বগুড়ায় আহলে হাদিস এর ঈদের নামাজ এবার অনুষ্ঠিত হবে সকাল ৮টায় মোহাম্মদ আলী হাসপাতাল মাঠে। এর আগের বছরগুলো জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হলেও মাঠ সংস্কারের জন্য স্থান পরিবর্তন হয়েছে এবার। এখানে নারীদেরও নামাজের ব্যবস্থা রয়েছে।
বগুড়া শহরের বিভিন্ন মাঠে ঈদের জামাতের জন্য ঈদগাহ মাঠের কাজ শেষ করে ছামিয়ানা এবং সৌন্দর্য্য বর্ধনে মাঠের চারপাশে পরিস্কার করা হয়েছে। নামাজের সময় সূচি জানিয়ে শহরজুড়ে প্রচারণা চলছে।
সকাল সাড়ে ৮টায় শহরের আজিজুল হক পুরাতন ভবনে, বৃন্দাবনপাড়া, আলতাফুন্নেচ্ছা (খেলার মাঠ) ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া ঈদের নামাজ অনুষ্ঠিত হবে, করোনেশন ইন্সটিটিউট, সুলতানগঞ্জ হাইস্কুল, দক্ষিণ ধাওয়াপাড়া বায়তুস সালাম জামে মসজিদ, কাটনারপাড়া, ফুলবাড়ী দক্ষিণপাড়া, গন্ডগ্রাম, নাটাইপাড়া, মালতিনগর হাইস্কুল, ঠনঠনিয়া ফাজিল মাদ্রাসা, ঠনঠনিয়া ঈদগাহ মাঠ, ফয়েজুল্বা স্কুল, চকসূত্রাপুর ঈদগাহ, লতিফপুর চকলোকমান জামে মসজিদ, বেজোড়া হাইস্কুল ঈদগাহ মাঠ, শহরের কলোনীতে অবস্থিত জামিল মাদ্রাসা মাঠে, সাবগ্রাম, ইসলামপুর হরিগাড়ি ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এসব এলাকায় বৃষ্টিপাত দেখা দিলে উল্লেখিত এলাকার মসজিদে নামাজ আদায় হবে।
বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা (বিপিএম বার) জানান, ঈদের আগে থেকেই জেলায় পুলিশের বেশ কিছু টিম কাজ করছে। ঈদ মার্কেট শুরু করে বাসস্ট্যান্ড, মহাসড়কেও রয়েছে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা। ঈদের দিন নামাজের সময়েও থাকবে নিরাপত্তার ব্যবস্থা। তিনস্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।