
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজের ছাত্র সংসদ নিবাচনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। রোববার দুপুর ১২ টায় কলেজ ক্যাম্পাসে ওই মিছিল অনুষ্ঠিত হয়।
খোঁজ নিয়ে জানা গেছে ১৯৯৮ সালে বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজে সর্বশেষ ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর থেকে এই কলেজে আর ছাত্র সংসদ নির্বাচন হয় নি।
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে নির্বাচনের ঢেউ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও লাগে। তাই বকশীগঞ্জ কিয়ামত উল্লাহ কলেজের ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে নেতৃত্বে দেন কলেজের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা আবু রায়হান মোল্লা। এছাড়াও ছাত্রলীগ নেতা আদনান শাকিল, আরিফুজ্জামান আরিফ, ছাইদুর রহমান, শাউন, রনি সহ কলেজের শতাধিক শিক্ষার্থী মিছিলে অংশ নেন।
তারা অবিলম্বে এই কলেজে ছাত্র সংসদ নির্বাচন দিতে কলেজ কর্তৃপক্ষের নিকট দাবি জানান।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।