
সেবা ডেস্ক: সাতক্ষীরা জেলার সদর থানাধীন বিনেরপোতা গ্রামের হাইওয়ে রোডের পাশে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করিতেছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে র্যাব-৬, খুলনা এর অপারেশন ডিউটি করাকালীন স্পেশাল কোম্পানীর একটি আভিযানিক দল ৪৮৪ পিচ ইয়াবা সহ একজনকে আটক করেছে।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে এগারো টায় (৪ মে) সাতক্ষীরা জেলার সদর থানাধীন বিনেরপোতা গ্রামের হাইওয়ে রোডের পাশে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করিতেছে, গোপন সংবাদের ভিত্তিতে মেজর মোঃ শামীম সরকার, কোম্পানী কমান্ডার, সিপিসি-স্পেশাল এর নেতৃত্বে একটি আভিযানিক দল ৪৮৪ পিচ ইয়াবাসহ মোঃ তৌহিদুজ্জামান (১৯), পিতা-মোঃ গোলাম সরোয়ার, সাং-বোয়ালিয়া, থানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরা-কে আটক করে। সে দীর্ঘদিন যাবত সাতক্ষীরা জেলার সদর থানা ও কলারোয়া থানার বিভিন্ন স্থানে মাদক ব্যবসা চালিয়ে আসছে এবং এলাকায় মাদক ব্যবসার সক্রিয় সদস্য বলিয়া জানতে পারে।
আসামীর বিরুদ্ধে সাতক্ষীরা জেলার সদর থানায় মাদক আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন আছে বলিয়া র্যাব-৬ এর কোম্পানী কমান্ডার স্পেশাল কোম্পানী মেজর মোঃ শামীম সরকার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে জানানো হয় ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।