বকশীগঞ্জে র‌্যাবের অভিযানে শিশুর গলায় ছুরি ধরা ধর্ষক গ্রেফতার

S M Ashraful Azom
0
বকশীগঞ্জে র‌্যাবের অভিযানে শিশুর গলায় ছুরি ধরা ধর্ষক গ্রেফতার
সেবা ডেস্ক: বকশীগঞ্জের চর কাউরিয়ার সীমারপাড়ার মেসার্স শাহাজাহান রাইস মিলের চাতাল থেকে ধর্ষণ মামলার আসামি আরশাদুজ্জামান জামান (২৫)কে গ্রেফতার করেছে। আরশাদুজ্জামান জামান বকশীগঞ্জ উপজেলার চরকাউরিয়া সীমারপাড়া গ্রামের মৃত আমরুল মিয়ার পুত্র।

রবিবার দুপুরে র‌্যাবের প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সূত্রের খবর পেয়ে র‌্যাব-১৪, সিপিসি-১ জামালপুর কাম্পের কোম্পানী কমান্ডার পুলিশ সুপার তোফায়েল আহমেদ মিয়া ও স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফাদের নেতৃত্বে শনিবার রাত ১টার দিকে বকশীগঞ্জ উপজেলার সীমারপাড়ার চরকাউরিয়া শাহাজাহান রাইস মিলের চাতলে অভিযান চালিয়ে ধর্ষক আরশাদুজ্জামান ওরফে জামান (২৫) কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত জামানের বিরুদ্ধে গত ২৯ জুলাই সন্তানের গলায় ছুরি ধরে ধর্ষণের অভিযোগ এনে বকশীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩ এর ৯(১) ধারায় মামলা (নং-৩৩) দায়ের করে।

উল্লেখ্য, উপজেলার চরকাউরিয়া সীমারপাড় গ্রামের হতদরিদ্র এক রিকশাচালকের স্ত্রী (২৫) তার দুই শিশু সন্তান নিয়ে স্থানীয় মিস্টার আলীর বাড়িতে বসবাস করেন। ওই নারীর স্বামী ঢাকায় রিকশা চালান। স্বামী বাড়িতে না থাকার সুযোগে ২৭ জুন ভোর ৪টার দিকে একই গ্রামের জামান (২৫) নামের এক যুবক ওই নারীর ঘরে যান। তিনি ওই নারীর দুই শিশু সন্তানকে ধারালো ছুরি উঁচিয়ে ভয় দেখিয়ে আটকে রাখেন। পরে দুই শিশুর সামনেই জামান ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় ওই নারীর চিৎকারে বাড়ির মালিক মিষ্টার আলী এগিয়ে গেলে ধর্ষণকারী জামান দ্রুত পালিয়ে যান।

এ ঘটনার আগে ধর্ষিত বিচারের দাবিতে বিভিন্নস্থানে ধর্ণা দিলেও ধর্ষকের পরিবারের পরিবার থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। পরে ঘটনার দু’দিন পর ধর্ষিতা বাদী হয়ে মামলা দায়ের করে। ধর্ষণের পর থেকেই ধর্ষক জামান পলাতক ছিলো।
এদিকে ঘটনার দু’দিন পর ২৯ জুন ধর্ষণের শিকার ওই নারী তাকে ধর্ষণের অভিযোগে ধর্ষণকারী জামানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় বকশীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

ওই নারীকে ডাক্তারি পরীার জন্য ৩০ জুন রবিবার সকালে জামালপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.কে.এম মাহবুব আলম বলেন, ‘ধর্ষণের শিকার ওই নারীর অভিযোগের ভিত্তিতে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটির একমাত্র আসামি জামানকে র‌্যাব-১৪ গ্রেপ্তার করেছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top