
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি।।জামালপুরের ইসলামপুরে গরীব ও দুস্থদের ভিজিডির ৫৪ বস্তা চাল উদ্ধার করেছে ভ্রাম্যমান আদালত । বৃহস্পতিবার রাতে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের স্থানীয় এক মেম্বারের বাড়ী থেকে এ চাল উদ্ধার করেন ভ্রাম্যমান আদালত ।
ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে , উপজেলার চরপুটিমারী ইউনিয়নের বেনুয়ারচর মধ্যেপাড়া কাসেম মেম্বারের বাড়িতে ভিজিডির ৫৪ বস্তা চাল বিক্রিয়ের জন্য মজুদ রাখে। এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতে ওই বাড়িতে অভিযান চালিয়ে ভিজিডির ৫৪ বস্তা চাল উদ্ধার করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান জানান, উদ্ধারকৃত চাল চরপুটিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে হেফাজতে রাখা হয়েছে। অভিযানে বাড়িতে কেউ না থাকায় আটক করা সম্ভব হয়নি।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।