
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জে ডাংধরা ইউনিয়নের বাঘারচর গ্রামের এক কাঠবাগান থেকে সোহেল মিয়া (২০) নামের এক রাখালের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে বাঘারচর টেংরামারী গ্রামের বাবুল মিয়ার ছেলে।
পারিবারিক সূত্র জানায়, বুধবার রাতে খাওয়া দাওয়ার পর সোহেল বাড়ি থেকে বের হয়ে রাতে আর বাড়ি ফিরেননি। সকালে আত্বীয়-স্বজন বাড়ির পাশের কাঠবাগানে তার লাশ দেখতে পেয়ে সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেয়। তদন্ত কেন্দ্রের ইনচার্জ হাবিবুর রহমান ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন।
এ ব্যাপারে দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি এমএম মায়নুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার বিকালে ময়না তদন্তের জন্য লাশ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।