![]() |
পার্লারে সানাই।।- ছবি: সানাই এর ফেসবুক ওয়াল থেকে নেওয়া। |
সেবা ডেস্ক: সারাবিশ্বে বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম “ইউটিউব”। বিনোদনে অপ্রতিদ্বন্দ্বীতার প্রভাব। সেই প্রভাব থেকে মুক্ত নয় বাংলাদেশও। দেশের প্রযোজনা প্রতিষ্ঠানের পাশাপাশি এখন তারকারাও নিজেদের ইউটিউব চ্যানেল খুলছেন। এতদিন এই তারকাদের মধ্যে সঙ্গীতশিল্পীরাই ছিলেন সিংহভাগ। আজকাল টিভি ও চিত্রতারকারা কণ্ঠশিল্পীদের পথে হাঁটছেন। শুধু এককভাবে নয়, যৌথভাবেও ইউটিউব চ্যানেল খুলেছেন তারকারা। এরই ধারাবাহিকতায় এবার নিজের ইউটিউব চ্যানেল নিয়ে হাজির হচ্ছেন আলোচিত মডেল সানাই মাহবুব।
তিনি জানান; শিগগিরই তিনি তার ইউটিউব চ্যানেল নিয়ে হাজির হবেন। তার চ্যানেলের নাম হবে ‘বেষ্ট অব সানাই’। সানাই বলেন, ‘আমার পরিচিত কয়েক ভাই-বন্ধু আমার ইউটিউব চ্যানেলের কারিগরি দিক দেখবেন। নিজের ভিডিওগুলোই এখন থেকে সেখানে প্রকাশ করব।
এখানে আমার জিম, সুইমিং পুলের ভিডিও, লাইফ স্টাইল এর সব আপডেট থাকবে।’উল্লেখ্য, গাজী মাহবুব পরিচালিত ‘ভালোবাসা ২৪/৭’ চলচ্চিত্রে কাজ করার মাধ্যমে রূপালি জগতে পা রাখেন সানাই। এরপর বেশ কিছু মিউজিক ভিডিওতে দেখা যায় তাকে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।