ম্যাচ শেষে সেই সাকিব

S M Ashraful Azom
0
ম্যাচ শেষে সেই সাকিব
সেবা ডেস্ক: তার সব সময় ইচ্ছা ছিল ওয়ানডাউনে ব্যাটিংয়ের। কিন্তু বিসিবির কর্তা ব্যক্তিদের আপত্তির মুখে সেটি সম্ভব হয়নি। এ নিয়ে কতই না কাঠ-খড় পোড়াতে হয়েছে টাইগার ক্যাপ্টেন সাকিব আল হাসানকে।

সাকিব যতবারই নির্বাচককের বুঝাতে যান যে তিনি তিনে ব্যাটিং করবেন। ততবারই তারা তাকে এড়িয়ে গেছেন। যুক্তি দিয়েছেন মিডলে থাকার ব্যাপারে। কিন্তু নাছোড়বান্দা সাকিব ঠিকই তার প্রাপ্যস্থান ছিনিয়ে নেন। তাতে বেশ সুফলও পাচ্ছেন। চলতি বিশ্বকাপে দুই সেঞ্চুরি এবং দুটি অর্ধশতক তুলে রা সংগ্রহকারীদের সবার উপরে সাকিব। দ্বাদশ আসরে ৪ ম্যাচে তার রান ৩৮২। আর পাঁচ ম্যাচ খেলা অজি অধিনায়কের সংগ্রহ ৩৪৩।

তিন নম্বর পজিশন চেয়েও পাননি সাকিব। তা নিয়ে কিছুটা অভিমান নির্বাচকদের ওপর। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেটি বুঝালেন তিনি।

ম্যান অব দ্য ম্যাচ হওয়া টাইগার অলরাউন্ডার সাকিব বলেন, ‘খুবই ভালো ফিল হচ্ছে। আমি জানতাম তিন নম্বর পজিশনে ব্যাটিং করলে আমি অনেক সুবিধা পাবো। যদি আমি পাঁচে ব্যাটিং করি তবে আমাকে ইনিংসের ৩০-৪০ ওভারের সময় ব্যাট হাতে নামতে হয়। তাই আমি মনে করি না ঐটি ছিল আমার জন্য আদর্শ পজিশন।’

এসময় সাকিবকে নিজের বোলিং নিয়েও কথা বলতে দেখা যায়। বলেন, ‘আমি আমার বোলিং নিয়ে কাজ করে যাচ্ছি। চলতি বিশ্বকাপে আমার সময়টা ভালো যাচ্ছে। আশা করি সবাই আমাকে সমর্থন দিয়ে যাবে।’

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top