শেখ হাসিনা: নির্বাচিত উক্তি

S M Ashraful Azom
0
শেখ হাসিনা নির্বাচিত উক্তি
সেবা ডেস্ক: বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সময়ের সবচেয়ে প্রভাবশালী অন্যতম বিশ্বনেতা। বাংলাদেশে ( এ পর্যন্ত ) তাঁর চার বারের সফল শাসনকাল আমাদের নবীন জাতিকে এনে দিয়েছে সমৃদ্ধি ও এক অতুলনীয় উন্নয়নের ধারাক্রম। তিনি আমাদের পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ’সোনার বাংলা’র স্বপ্ন বাস্তবে রূপ দানের জন্য জীবন উৎসর্গ করেছেন। সত্যিকার অর্থেই তিনি একজন প্রভূত দূরদৃষ্টি ও কল্পনাশক্তিসম্পন্ন, দক্ষ কৌশলী এবং অভাবনীয় কঠোর পরিশ্রমী ব্যক্তি।

৮০-র দশকে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বৈরাচারী সামরিক শাসনের বিরুদ্ধে লড়াইয়ে শেখ হাসিনা সবসময় ছিলেন অসামান্যরূপে নির্ভীক ও অসমসাহসিক। ২০০৪ সালের একুশে আগস্ট তাঁর এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দের ওপর গ্রেনেড হামলার অব্যবহিত পরে তাঁর মানসিক দৃঢ়তা ও সাহসিকতা আমার স্মৃতিতে জেগে আছে। প্রায় কুড়ি বার হত্যাপ্রচেষ্টার সম্মুখীন হলেও আমার বোন শেখ হাসিনা বাংলাদেশের জনগণের সেবায় অপ্রতিহতভাবে কাজ করে যাচ্ছেন।

শেখ হাসিনা সমবেদনাবোধে উদ্বুদ্ধ এক অনন্য মনেরও অধিকারী- বিশেষ করে সবচেয়ে অরক্ষিত লোকদের জন্য। মিয়ানমারে জাতিগত নিধন ও নির্যাতন থেকে পালিয়ে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীর রক্ষা ও সাহায্যে তাঁর অব্যাহত চেষ্টায় আমি বিশেষভাবে গর্বিত। তাঁর নেতৃত্বে বাংলাদেশ প্রায় দশ লক্ষ রোহিঙ্গা উদ্বাস্তুকে আশ্রয় দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে মানবতাবাদের এক উজ্জ্বল দৃষ্টান্ত সৃষ্টি করেছে।

শেখ হাসিনা জনগণের নেত্রী, তৎসত্ত্বেও আমার কাছে তিনি সব সময় শুধু আপা (বড় বোন )। ১৯৭৫-এর ১৫ আগস্ট থেকে, যখন আমাদের পিতা, মাতা এবং পরিবারের অবশিষ্ট সদস্যগণের হত্যাকাণ্ড সংঘটিত হয়, আমার বোন ও আমি একে অপরের কাছে পিতামাতার মত ছিলাম। আমরা এক অপরের অবলম্বন: আমি আমার বোনের কাছ থেকে শক্তি-সাহস সঞ্চয় করি; আমার বোন আমার কাছ থেকে শক্তি-সাহস পেয়ে থাকেন। আমি দেখেছি আমার বোন বাংলাদেশ, আমাদের জনগণ এবং আমাদের ভবিষ্যতের জন্য গভীর দুঃখকে সংকল্পে রূপান্তর করেন, আর মৃত্যুজনিত ক্ষয় বা ক্ষতিকে সাফল্যে রুপদান করেন।

এই পুস্তিকাটি আমার বোন শেখ হাসিনার উক্তিসমূহের একটি সংকলন, যা বছর পরিক্রমায় বাংলাদেশে ও বহির্বিশ্বে তাঁর প্রদত্ত ভাষণ, বিবৃতি এবং প্রবন্ধ-নিবন্ধ থেকে চয়ন করা হয়েছে। আমি আশা করি, এটি তাঁর মধ্যে বিদ্যমান প্রজ্ঞা, সাহস ও উদ্যম- মুগ্ধতার সাথে আমি যার প্রশংসা করি- তাঁর কিছুটা প্রতিফলন ঘটাবে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top