
সেবা ডেস্ক: শেরপুরের শ্রীবরদীতে মোবাইল চার্জে দিয়ে গেম খেলার সময় বিদ্যুৎস্পৃষ্টে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার রাতে উপজেলার সাতানী শ্রীবরদী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত রিজভি বিল্লাল অর্ণব ওই এলাকার ব্যবসায়ী আমিন জুবায়েদের ছেলে। তিনি স্থানীয় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
শ্রীবরদী থানার ওসি রহুল আমিন তালুকদার বলেন, অর্ণব মোবাইল চার্জে দিয়ে গেম খেলছিলো। হঠাৎ সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়। পরে ঘরের লোকেরা তাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।