পাত্রী দেখা নামে ভণ্ডামি বন্ধ করুন...

S M Ashraful Azom
0
পাত্রী দেখা নামে ভণ্ডামি বন্ধ করুন...
ছবিটির দিকে তাকালে বুঝা যাবে মেয়েটি কত নার্ভাস। আর ধার করা পন্ডিতরা কি দম্ভ ভরে একটি মেয়েকে মেধা যাচাইয়ের নামে রিমান্ড নিচ্ছে..
সেবা ডেস্ক: খেয়াল করলে দেখা যাবে, ছবিতে বরের অভিভাবক বা বরকে দেখা যাচ্ছে না। কোথাকার কোন কথিত ধার করা  পন্ডিতদের দিয়ে একটি কোমলমতি মেয়েকে রিমান্ডে নেওয়া হচ্ছে।

বাংলার সংস্কৃতির এক নগ্ন দিক হচ্ছে, কোথাও ছেলের জন্য মেয়ে দেখতে গেলে ছেলের বাবা এলাকার আসেপাশে থেকে ধার করে কিছু কথিত পন্ডিত ধার করে নিয়ে যায়। মেয়েকে ঐ কথিত পন্ডিতদের সামনে বসানো হয়।

এরপর কথিত পন্ডিতরা একের পর এক আজব সব প্রশ্ন করতে থাকে যা সাধারণত মেয়েটির সেই সব প্রশ্নের উত্তর দেওয়া সক্ষমতা থাকেনা। মেয়েটি সবার সামনে লজ্বিত বা অপমানিত হয়। বিয়ে না হলে একপর্যায়ে মেয়ের বাবাও হয়তবা তার মেয়েকে বলেই বসে, কি পড়ালেখা করালাম কয়ডা প্রশ্নের উত্তর দিতে পারিসনা। তোর মাতা ভর্তী গোবর। যা তোরে শেষমেশ কামলার সাথে বিয়া দিতে হইবো... ফলস্রুতিতে সেই মেয়েটিও একপর্যায়ে নিজের সম্পর্কে confidence হারিয়ে ফেলে। একপর্যায়ে হতাশা থেকে অনেক দূর্ঘটনায় জন্ম নেয়।

এটা সম্পূর্ণই অমানবিক!  অগ্রহনযোগ্য!  একটি কোমলপ্রাণ মেয়েকে রিমান্ডে নেওয়ার সামিল। আমি মনে করি, গ্রামীণ জনপদে নারী নির্যাতনের যতগুলি মাধ্যম হচ্ছে তার অন্যতম হচ্ছে মেয়ে/ পাত্রী দেখার এই
মাধ্যম।

বিঃদ্রঃ ছবিটির দিকে তাকালে বুঝা যাবে মেয়েটি কত নার্ভাস। আর ধার করা পন্ডিতরা কি দম্ভ ভরে একটি মেয়েকে মেধা যাচাইয়ের নামে রিমান্ড নিচ্ছে.....

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top