
সেবা ডেস্ক: শুক্রবার জুমআর দিন হলো মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদের দিন। সেই দিনের জন্য রয়েছে কিছু নিয়ামাবলী :-
১,গোসল করা ২,মেসওয়াক করা ৩,ভালো,পরিচ্ছন্ন পোষাক পরিধান করা। ৪, সুগন্ধি বা মাথায় তেল ব্যাবহার করা। ৫,পায়ে হেটে মসজিদে যাওয়া ৬,মনোযোগ দিয়ে খুৎবা শুনা। ৭, আগে আগে মসজিদে যাওয়া। ৮,সূরা কাহাফ তেলাওয়াত করা। ৯,বেশি বেশি দোয়া করা। ১০,রাসূল সা:এর উপর দূরুদ পাঠ করা।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।