
হাসান বাপ্পি, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে নাতীকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়াতে গিয়ে নসিমনের ধাক্কায় নানার মৃত্যু হয়েছে। তার নাম কামাল হোসেন (৬০) ।
শনিবার দুপুরে ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী মহাসড়কের মুথুরাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত কামাল হোসেন সদর উপজেলার রহিমানপুর বোল্লাপাড়া গ্রামের মৃত মনিরদ্দিনের ছেলে।
জানা যায়, কামাল হোসেন তার নাতীকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়াতে পাশের এক কেন্দ্রে নিয়ে যায়। বাড়ি ফিরে যাওয়ার পথে ধান বোঝাই একটি নসিমনের সাথে তার সাইকেলে সংঘর্ষ হলে ঘটনাস্থালেই সে মারা যায়। এ সময় তার নাতি রাস্তার পাশে পড়েগেলেও কোন ক্ষতি হয়নি নাতির।
এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানার এসআই বেলাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোন দাবি দাওয়া না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাই কোন ধরনের মামলাও হয়নি।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।