
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ১৫০ গ্রাম গাঁজা বিক্রিকালে নুর ইসলাম (৭০) নামে এক বৃদ্ধকে আটক করেছে থানা পুলিশ । ১৬ জুন রোববার রাত ৯ টার দিকে নিলক্ষিয়া ইউনিয়নের জানকিপুর ভাটিয়া পাড়া এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে জানকিপুর ভাটিয়া পাড়া গ্রামের মৃত হাকিম সরকারের ছেলে।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক শরিফ আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল রোববার রাতে অভিযান পরিচালনা করেন। ওই গ্রামের নুর ইসলাম তার বাড়ির সামনে গাঁজা বিক্রি করার সময় পুলিশ হাতে নাতে তাকে আটক করেন । এ সময় তার কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা পাওয়া যায়।
বকশীগঞ্জ থানার ওসি একেএম মাহবুব আলম জানান, আটককৃত নুর ইসলামকে সোমবার দুপুরে জামালপুর আদালতে পাঠানো হয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।