শিক্ষাখাতে এবারের বাজেটের বরাদ্দ মাইলফলক: শিক্ষামন্ত্রী

S M Ashraful Azom
0
শিক্ষাখাতে এবারের বাজেটের বরাদ্দ মাইলফলক শিক্ষামন্ত্রী
সেবা ডেস্ক: ২০১৯-২০ অর্থবছরের বাজেটে শিক্ষাখাতে চাহিদা মতো বরাদ্দ মিলেছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, অনেক দেশের বাজেটে শিক্ষাখাতে ১৪-১৪ ভাগ বরাদ্দ দিলেও শেখ হাসিনার সরকার এ খাতে ১৭ ভাগ বরাদ্দ দিয়েছে। এটি দেশবাসীর জন্য মাইলফলক।
শুক্রবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে বাজেট নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, অতীতের চেয়ে এবারের বার্ষিক বাজেটে আনুপাতিক হারে শিক্ষাখাতে বরাদ্দ বেড়েছে। শুধু তাই নয়, মোট বাজেটে আগের চেয়ে সাত গুণ বেশি বরাদ্দ দেয়া হয়েছে। ফলে মানোন্নয়নে আশানুরূপ কাজ করা যাবে।

তিনি আরো বলেন, শুধু শিক্ষার মানোন্নয়নই নয়, অবকাঠামোগত উন্নয়নের দিকেও লক্ষ্য রাখা হয়েছে। জিপিএ-৫ সরিয়ে আন্তর্জাতিক মান রক্ষা করে গ্রেডিং পদ্ধতি চালুর উদ্যোগ নেয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র নাসিরউদ্দিন আহম্মদ, সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল, ডিসি মো. মাজেদুর রহমান খান, এসপি জিহাদুল কবির, আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, আব্দুল আজিজ বাদল, আমিনুর রহমান বাবুল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজিম দেওয়ান, ভাইস চেয়ারম্যান আইউব আলী ব্যাপারী, জেলা ছাত্রলীগ সভাপতি আতাউর রহমনা পারভেজ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু প্রমুখ।

পরে শিক্ষামন্ত্রী বেশ কয়েকটি সামাজিক অনুষ্ঠানে যোগ দেন। এর আগে দুপুরে ঢাকা থেকে চাঁদপুর পৌঁছালে ডিসি, এসপি ও আওয়ামীলীগ নেতারা মন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top