
সেবা ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত দাবি করেছেন, মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক রোহিঙ্গাদের ওপর চালানো লোমহর্ষক নির্যাতনের ঘটনা তিনি জানতেন না। তিনি বলেছেন, রোহিঙ্গাদের মৌলিক অধিকারসহ পূর্ণ নাগরিকত্ব দিয়ে মিয়ানমারে ফেরত নিতে হবে।
মঙ্গলবার বিকেল ৩টায় উখিয়ার কুতুপালং ২নং ক্যাম্প ডি-৫ ব্লকের ক্যাম্প ইনচার্জের কার্যালয়ে সরকারি কর্মকর্তা ও রোহিঙ্গা নেতাদের সঙ্গে কথা বলেন চীনা রাষ্ট্রদূত জাং জু।
জাং জু বলেন, রোহিঙ্গা নেতাদের সঙ্গে কথা বলে রোহিঙ্গাদের হত্যা-ধর্ষণ ও তাদের বাড়িঘরে অগ্নিসংযোগের কথা জানতে পেরেছেন। রোহিঙ্গাদের নির্যাতনের বর্ণনা শুনে হতবাক হয়ে পড়েন জাং জু।
ক্যাম্প ইনচার্জের কার্যালয়ে নয়জন রোহিঙ্গা নেতা এবং একজন রোহিঙ্গা নেত্রীর সঙ্গে কথা বলেন চীনের রাষ্ট্রদূত।
তিনি বলেন, মিয়ানমারকে রোহিঙ্গাদের নাগরিকত্ব এবং মৌলিক অধিকারসহ সব ধরনের সুযোগ-সুবিধা দিয়ে ফেরত নিতে হবে।
এসময় উপস্থিত ছিলেন কুতুপালং ক্যাম্প ইনচার্জ রেজাউল করিম, রোহিঙ্গা নেতা মুহিব উল্লাহ, আন-রেজিস্ট্রার্ড ক্যাম্পের সেক্রেটারি মোহাম্মদ নুর, মো. আবদুর রহিমসহ রোহিঙ্গা নেতারা।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।