দিন বদলের হাওয়া লেগেছে স্টুডিও ব্যবসার পালে

S M Ashraful Azom
0
দিন বদলের হাওয়া লেগেছে স্টুডিও ব্যবসার পালে
মোহাম্মদ আলী, বিশেষ প্রতিবেদক: একটা সময় ছিল যখন ছবি তুলতে হলে স্টুডিওতেই যেতে হতো। হোক সে প্রয়োজনীয় বা সৌখিন। আর তার জন্য যেতে হতো গঞ্জে বা নগরে। তখন স্টুডিও ওয়ালারাও ছিলেন বিষণ ব্যস্ত। ব্যবসাও ছিল জমজমাট। ৩দিন আগে ছবি তুললে ৩দিন পরে নিতে হতো। তারপরেও আজকে না কালকে তো আছেই।

কিন্তু সেই সময় আর নেই। স্টুডিও পাড়াগুলো দেখলে এখন অনেকটা বিরান মনে হয়। নেই সেই কর্মব্যস্ততা, সেই জৌলুস।

বর্তমান যুগের একজন গ্রাহক বলেন, তথ্য প্রযুক্তির যুগে এখন সবাই ফটোগ্রাফার। মোবাইলের কল্যাণে এখন মানুষ যখন যেখানে যেমন খুশি ছবি তুলতে পারছেন। হউক সে বিয়ে, জন্মদিন, প্রয়োজনীয় বা অপ্রয়োজনীয়। এছাড়াও পাড়া মহল¬ায় গড়ে উঠেছে ডিজিটাল স্টুডিও। যেখান থেকে মাত্র ১০ মিনিটে ছবি পাওয়া যায়। আগে যেখানে ৩কপি সাদাকালো পাসপোর্ট সাইজের ছবি তুলতে ৪০ থেকে ৫০টাকা টাকা লাগতো এখন তা ২০টাকায় পাওয়া যায়। তাও আবার রঙ্গিন। এতে করে সময় ও অর্থ দুটোই সাশ্রয় হচ্ছে।

এ ব্যাপারে অনেকের স্মৃতিময়, পুরোনো দিনের সেই পুরোনো স্টুডিও জোনাকীর মালিক, বেলাল হোসেন বলেন, প্রযুক্তির কল্যাণে এখন সবাই ফটোগ্রাফার। ছবি সম্পর্ক্যে জ্ঞান থাকুক বা না থাকুক। আর স্টুডিও গড়ে উঠেছে যেখানে সেখানে। পাড়ায় মহল¬ায়, ওলিতে গলিতে। এমনকি পান বিড়ির দোকানেও। সেই সাথে ছবির দাম ও মান কমেছে দুটোই। যার কারণে আমাদের ব্যবসা আর আগের মতো নেই। কিন্তু বেড়েছে বাজার মূল্য ও দোকান পাটের ভাড়া। তারপরেও পুরানো ব্যবসা ছেড়ে দিতে পারি না, তাই ধরে রেখেছি মাত্র।

আরেক স্টুডিও পারুলের মালিক, আবুল হাসেম বলেন, সেই দিনের তুলনায় এখনকার দিনে ব্যবসা বেড়েছে কিন্তু মুনাফা কমেছে। আগে অল্প কাজ করলেও দিন ভাল যেতো। এখন বেশি কাজ করেও দিন যেতে চায় না। কারণ সাধারণ মানুষের পথ ঘাট চেনে হয়ে গেছে। আর সুযোগ সুবিধাও চলে এসেছে হাতের মুঠোয়। এখন মানুষ নিজেরাই ছবি তুলে নিজেরাই ল্যাবে গিয়ে ওয়াশ করিয়ে নেয়।

এ ব্যাপারে একজন সমাজবাদী বলেন, নতুন আসলে পুরাতন অবসরে যাবে, এটাই প্রকৃতির নিয়ম।

এ পরিবর্তন সব যুগে সব পেশায় এসেছে। আগে মানুষ রেকর্ডের গান শুনতো। তারপর এসেছে ক্যাসেট। তারপর সিডি। এখন সেগুলোর কোনোটাই নেই। এখন মানুষ মোবাইলে গান শুনে। এটাকে বলে সময়ের চাহিদা, সময়ের ডাক।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top