
সেবা ডেস্ক: বকশীগঞ্জ বাস মালিক সমিতির ৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক ও বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মোফাখ্খার হোসেন খোকনকে সভাপতি, আবদুল কাইয়ুম কে সাধারণ সম্পাদক ও মনিরুজ্জামান মনিরকে সাংগঠনিক সম্পাদক করে ৬ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যরা হলেন,সহ-সভাপতি হাবিবুর রহমান,কোষাধ্যক্ষ সোহেল মিয়া ও ১ নং সদস্য মোছা: চায়না বেগম।
এই কমিটি অনুমোদন পাওয়ায় বকশীগঞ্জ বৈশাখী পরিবহনের অন্যান্য মালিকগনের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। তাৎক্ষনিক বকশীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বকশীগঞ্জ পৌরসভার মেয়র বরাবর লিখিত অভিযোগ দায়ের করে কমিটিতে না থাকা বাস মালিকরা।
লিখিত অভিযোগে কমিটির সাধারন সম্পাদক আব্দুল কাইয়ুকে দুর্নীতিবাজ ও চাঁদাবাজ উল্লেখ করে জানানো হয়, এই আব্দুল কাইয়ুম বিএনপির সাধারন সম্পাদক হয়ে দীর্ঘ ১০ বছর মালিক সমিতির নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজী করে আসছে। অভিযোগে স্বাক্ষর করেন বাস মালিক আমিনুল ইসলাম, হামিদুল্লাহ সওদাগর, শাহিন, মোঃ শাহা আলম, মোঃ সোলায়মান, মোঃ আঃ সাত্তার ও নজরুল ইসলাম সওদাগর।
শনিবার জেলা বাস মালিক সমিতির সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী ও সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম জারনিজ এই কমিটির অনুমোদন দিয়েছেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।