
সেবা ডেস্ক: ২শত ২৯ বছরের ইতিহাসে প্রথমবারের মতো দেশের ৬৮ কারাগারে আটক বন্দীদের সকালের খাবারের তালিকা পরিবর্তন করেছে কারা অধিদফতর।
গতবছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্দীদের স্বাস্থ্য সুরক্ষায় সকালের নাস্তা পরিবর্তনে মৌখিকভাবে নির্দেশ দিয়েছিলেন। তবে এতে আর্থিক বিষয় সংশ্লিষ্ট থাকায় কারা কর্তৃপক্ষ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ের অনুমতি নেয়ার পর এই সিদ্ধান্ত নতুন অর্থবছরের প্রথম থেকে গতকাল রবিবার কার্যকর হয়েছে।
এতোদিন যে কোন বন্দীকে কারাগারে প্রবেশের পর সকাল বেলায় খাবার হিসেবে ‘দুটি শুকনা রুটি ও শুকনা গুড়’ দিয়ে আসছিলো কারা প্রশাসন। রবিবার থেকে দেশের ৬৮টি কারাগারের সকল বন্দিকে সকালের খাবার নতুন মেন্যু অনুসরন করে বিতরন করা হবে।
সকালের খাবার হিসাবে নতুন মেন্যুতে যা থাকছে:
সপ্তাহে ২ দিন থাকবে ভুনা খিচুড়ি
সপ্তাহে ৪ দিন সবজি-রুটি
সপ্তাহে ১ দিন হালুয়া-রুটি
এদিকে রবিবার সকাল ৮টায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে নতুন এই মেন্যু উদ্বোধন করেছেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।