
জহুরুল ইসলাম, বেলকুচি প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে সাড়ে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী আব্দুল্লাহ ওরফে মিলন (৪৫) নামে এক জনকে আটক করেছে থানা পুলিশ।
শনিবার সকাল ১০ টার দিকে বেলকুচির পৌর এলাকায় চালা অফিসপাড়া থেকে তাকে আটক করে পুলিশ। আটকৃত আব্দুল্লাহ ওরফে মিলন ঐ গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে।
বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস আই আব্দুল আলীমের নেতৃত্বে চালা অফিসপাড়া থেকে চুরি মামলার সারে তিন বছরের সাজাপ্রাপ্ত আসামী আব্দুল্লাহ ওরফে মিলনকে আটক করা হয়। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।