
সেবা ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছোট কুমিরা এলাকায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত দলের দুই সদস্য নিহত হয়েছে।
সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ছোট কুমিরা ব্রিজের উপর এ ঘটনা ঘটে। তবে এখনও পর্যন্ত নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি ওয়ান শুটার গান, ৩১ রাউন্ড গুলি ও বেশ কিছু ছুরি ও রামদা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৭ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান বলেন, ঢাকাগামী একটি প্রাইভেটকারে ডাকাতির সময় র্যাবের টহল দলের সঙ্গে ডাকাত দলের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে দুইটি গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় এখনও পাওয়া যায়নি।
ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি ওয়ান শুটার গান, ৩১ রাউন্ড গুলি ও কয়েকটি ছুরি ও রামদা উদ্ধার করা হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।