ফরিদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২

S M Ashraful Azom
0
ফরিদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সেবা ডেস্ক: ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর শহরতলীর পূর্বগঙ্গাবর্দী নামক স্থানে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শনিবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল আলম দুলাল জানান, ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর শহরতলীর পূর্বগঙ্গাবর্দী এলাকায় ঢাকাগামী বনফুল পরিবহনের একটি বাসের সঙ্গে মাগুরাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। এ ঘটনায় আহত হন আরও দুজন। আহত দুজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি জানান, নিহতদের মধ্যে ট্রাক ড্রাইভার ইসলামের পরিচয় পাওয়া গেছে। ইসলামের বাড়ি মাগুরা জেলায়। অপর নিহত ও আহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

এদিকে মহাসড়কের উপর দুর্ঘটনা ঘটায় সকল ধরনের যানচলাচল বন্ধ হয়ে ঈদের ছুটিতে ঘরে ফেরা মানুষের চরম দুর্ভোগ পোহাতে হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যানচলাচল স্বাভাবিক করে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top