
বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (দ্বিতীয় পর্যায়ে) প্রকল্পের কাযক্রমকে গতিশীল করার লক্ষ্যে স্থানীয় ইউপি সদস্যদের রিফেসার্স প্রশিক্ষণ দেওয়া হয়েছে। উক্ত প্রশিক্ষণে গ্রাম আদালতের সুবিধা, বিচারিক প্রক্রিয়া, জেন্ডার, বিকল্প বিরোধ নিস্পত্তি নিয়ে আলোচনা করা হয়।
এছাড়াও শুদ্ধাচার কৌশল ও গ্রাম আদালতের কার্যক্রমকে বেগবান করতে ইউপি সদস্যদের উদ্বুদ্ধ করা হয়।
তিন টি ব্যাচে ৬৩ জন ইউপি সদস্যকে তাদের দক্ষতা উন্নয়ন ও গ্রাম আদালত কার্যক্রমে সম্পৃক্ত করণের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়। গত ১১ জুন থেকে ২০ জুন পর্যন্ত ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। জামালপুর জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ কবির উদ্দিন প্রধান অতিথি থেকে প্রশিক্ষণের কার্যক্রম উদ্বোধন করেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ওই রিফেসার্স প্রশিক্ষণে কোর্স পরিচালকের দায়িত্বে ছিলেন ইউএনও দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম। এতে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন কার্যালয়ের উপ-পরিচালক এনায়েত করিম, সহকারী পুলিশ সুপার মো. ছামিউল আলম। সেশন পরিচালনায় ছিলেন ইউএনডিপি প্রতিনিধি মালিক শামীম আখতার, গ্রাম আদালতের জেলা সমন্বয়কারী মো. শরিফুল ইসলাম, উপজেলা সমন্বয়কারী গোপাল চন্দ্র সাহা।
পরে ২০ জুন জামালপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও কোস সমন্বয়কারী মোহাম্মদ কবির উদ্দিন থেকে প্রশিক্ষণ কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।