
রফিকুল আলম, ধুনট প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় পৃথক ভাবে বজ্রপাতে নারী ও কিশোরসহ ৪ জন আহত হয়েছে। শনিবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
বজ্রপাতে আহতরা হলো, উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের নজরুল ইসলামের ছেলে সোহাগ হোসেন (১৩), একই গ্রামের বাজিত আলীর ছেলে নুর আমীন (১২), কালেরপাড়া ইউনিয়নের আনারপুর গ্রামের শাহজাহান আলীর ছেলে সুমন মিয়া (২২) ও সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার হরিণাথপুর গ্রামের মোকছেদ আলীর স্ত্রী সফুরা খাতুন (৫৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলের দিকে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়। এসময় বাড়ির আঙ্গিনায় কাজ করতে নিয়ে বজ্রপাতে সফুরা খাতুন আহত হয়। এছাড়া মাঠের ভেতর কাজ করার সময় সুমন, সোহাগ ও নুর আমীন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অংকিতা চৈতী রব এ তথ্য নিশ্চিত করে বলেন, বজ্রপাতে আহতদের মাঝে সফুরা খাতুনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।