
সেবা ডেস্ক: খুলনায় অনৈতিক ও অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আবাসিক হোটেল মালেক থেকে তিনজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৭ জুলাই) দুপুরে খুলনা মহানগর ডিবি পুলিশের একটি দল তাদের আটক করে।
খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) শেখ মনিরুজ্জামান মিঠু জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, মহানগরের সোনাডাঙ্গা আবাসিক এলাকার এক নম্বর ফেজের পাঁচ নম্বর রোডের ৪০ নম্বরের আফজাল হোসেনের বাড়ির ভাড়াটিয়া জাহাঙ্গীর হোসেন (৫৬) (হোটেল ম্যানেজার), গোপালগঞ্জের কাশিয়ানী থানার চাপতা গ্রামের ইবাদত মিনার মেয়ে শম্পা খানম (২০) ও গোপালগঞ্জের মোকসেদপুর থানার টেংরাখোলা বাজারের বুলবুল শেখের স্ত্রী কাজল বেগম (২৫)। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।