
সেবা ডেস্ক: রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ২৮ জুলাই রোববার সন্ধ্যা ৭টার দিকে মাদক বিক্রি ও সেবনের সময় হাতেনাতে ধরা পড়েছেন দুই নারীসহ ৪৭ জন।
র্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে তাদের আটক করে। এ অভিযানে নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম গণমাধ্যমকে জানান, বেশ কিছুদিন ধরে তদন্ত করে মাদক বিক্রির বিষয়ে নিশ্চিত হয়ে জড়িতদের আটক করা হয়েছে। আটকদের কাছ থেকে বিভিন্ন মাদক ও মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। আইনানুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।