
সেবা ডেস্ক: বিশ্ব সেরা বৃহৎ প্রযুক্তি নির্ভর কোম্পানি গ্র্যাবে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করার সুযোগ পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মশিউর রহমান। বশেমুরবিপ্রবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে ২০১৭ সালে স্নাতক সম্পন্ন করেছেন তিনি।
মশিউর রহমান জানান, গ্র্যাবে যোগদানের জন্য সাত ধাপের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়েছে তাকে। পেছনে ফেলতে হয়েছে কয়েক হাজার আবেদনকারীকে।
এই সফলতা সম্পর্কে তিনি বলেন, ছাত্রজীবনে অ্যাকাডেমিক পড়ালেখার পাশাপাশি নিয়মিত বিভিন্ন প্রোগ্রামিং কন্টেস্টে অংশগ্রহণ করতাম। ওই সময় আশেপাশের বেশিরভাগ লোকজনই এমনকি অনেক শিক্ষকরাও এ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণে নিরুৎসাহিত করত। তবে আমার আজকের অবস্থানের পেছনে বড় অবদান রয়েছে এ সব প্রতিযোগিতার। সেসব প্রতিযোগিতা থেকেই আমি প্রোগ্রামিংয়ে দক্ষতা অর্জন করি। আর এই দক্ষতার কারণেই গ্র্যাবের মতো প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পেয়েছি।
গ্র্যাবের প্রধান কার্যালয়ে কর্মরত এই সফটওয়্যার ইঞ্জিনিয়ার জানান, বিশ্বের সেরা প্রতিষ্ঠানগুলো সিজিপি এর প্রতি নয়, গুরুত্বারোপ করে দক্ষতার প্রতি। তাই তিনি বর্তমান শিক্ষার্থীদের অ্যাকাডেমিক পড়ালেখার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের মাধ্যমে নিজেদের দক্ষ করে গড়ে তোলার পরামর্শ দেন এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি এ ধরনের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের প্রয়োজনীয় উৎসাহ এবং সুযোগ সুবিধা প্রদানের আহ্বান জানান।
মশিউর রহমান বশেমুরবিপ্রবির ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী ছিলেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।