
সেবা ডেস্ক: শতব্দী বা শহস্রাব্দীতে মাশরাফিরা জন্মায়, মাশরাফিরা হার মানতে জানে না, ঘারের রগটা বাকা করে ঘুরে দাড়ায়, শারিরীক অক্ষমতা তাদের দমিয়ে রাখতে পারে না,মাশরাফিরা অনুপ্রেরনা হয়ে রয়ে যায়
হাটু গুলো বার বার বেঈমানী করলেও সে বেঈমানী করেনি,ফিনিক্স পাখির মতো ফিরে এসেছে বার বার।হয়তো কোন দিন বাংলার দামাল ছেলেরা বিশ্বকাপ জয় করবে।
ছেলে মেয়েরা লাল সবুজের পতাকা নিয়ে ছুটছুটি করবে। চারদিকে হৈ হুল্লুড পড়ে যাবে। হয়ত সেদিন মনে পড়বে অভাগা সেই বীরের কথা....আজ যদি মাশরাফি থাকত, সবকিছুরই একটা ইতিহাস থাকে,ক্রিকেট ইতিহাসের পাতা উল্টালে একটা মাশরাফিকে বার বার খুজে পাওয়া যাবে
"অধিনায়ক তো অনেকেই থাকে,মা থাকে কয়জন"
বলছিলাম একজন কিংবদন্তির কথা। হ্যা, সে মাশরাফি বিন মুর্তজা,বদলে যাওয়া বাংলাদেশ ক্রিকেটের কান্ডারি একজন মাশরাফি প্রতিমাস/বছরে জন্মায় না
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।