
সেবা ডেস্ক: পুলিশের নাম শুনলেই আমরা তাদের সম্পর্কে নেতিবাচক চিন্তা করে থাকি। পুলিশের বহু নেতিবাচক কর্মকাণ্ড আমাদের জানা আছে। কিন্তু এদের মধ্যেও অনন্য গুণের অধিকারীও অনেকে আছেন।
নিজের জীবন বিপন্ন করে বন্যার পানিতে ডুবন্ত একজনের প্রাণ বাঁচিয়ে মানবিকতার অনন্য এক নজির রাখলেন উত্তরাখণ্ডের পুলিশ অফিসার সানি। খবর এনডিটিভির।
হরিদ্বারের কংগ্রাঘাটে আচমকাই এক ডুবন্ত মানুষকে দেখতে পেয়ে কোনো দিকে না তাকিয়ে লাইফ জ্যাকেট পরে পানিতে ঝাঁপ দেন তিনি।
তার পর স্রোতের বিরুদ্ধে সাঁতার কেটে জীবনের স্রোতে ফিরিয়ে আনেন বিশাল নামে স্থানীয় এক বাসিন্দাকে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও আপলোড হতেই শুভেচ্ছা আর আশীর্বাণীতে ভরে গেছে কমেন্ট বক্স।
উত্তরাখণ্ড প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় বাসিন্দা বিশাল ঘাটে নেমে ডুব দেয়ার সময় ভারসাম্য হারিয়ে ফেলেন। তখনই চোরা স্রোতের টানে তলিয়ে যাচ্ছিলেন পানিতে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।