দেশের ছয়টি স্থানে দুদকের এনফোর্সমেন্ট টিমের হানা

S M Ashraful Azom
0
ACC Enforcement Team hit six places in the country
সেবা ডেস্ক: ৩০ জুলাই মঙ্গলবার রাজধানী ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনসহ দেশের ছয়টি পৃথক স্থানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের এনফোর্সমেন্ট টিম।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে টিকিট বিক্রিতে অনিয়মের অভিযোগে মঙ্গলবার কমলাপুর রেলওয়ে স্টেশন ও ফুলবাড়িয়া কাউন্টারে অভিযান পরিচালনা করে দুদক।

দুদকের কাছে অভিযোগ আসে, রেলওয়ে টিকিট বিক্রিতে নানাবিধ অনিয়ম হচ্ছে। এমনকি একদিন আগে লাইনে দাঁড়িয়েও কাউন্টারে টিকিট পাওয়া হচ্ছে না। এর পরিপ্রেক্ষিতে দুদক প্রধান কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট টিম সেখানে অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় দুদক টিম টিকিট প্রত্যাশীদের সঙ্গে কথা বলে এবং টিকিট কাউন্টারগুলো পরিদর্শন করে।

সেবাগ্রহীতারা জানান, সাধারণ শ্রেণির টিকিট পাওয়া যাচ্ছে, তবে এসি এবং প্রথম শ্রেণির টিকিট পেতে সমস্যা হচ্ছে। ফুলবাড়িয়া কাউন্টারে অভিযান চালিয়েও একই চিত্র দেখে অভিযানকারী টিম। দুদকের পক্ষ হতে টিকিট বিক্রয়ের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে অনুরোধ করা হয়। উপস্থিত লোকেরা দুদকের এ অভিযানকে স্বাগত জানায়।

এদিকে গ্রাহক ভোগান্তির অভিযোগে বরিশালের বাকেরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে অভিযান পরিচালনা করে দুদক। দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন- ১০৬) অভিযোগ আসে, ওই দফতর থেকে সংযোগ এবং মিটার প্রদানের জন্য গ্রাহকের কাছ থেকে ঘুষ গ্রহণ করা হয়। এর পরিপ্রেক্ষিতে সমন্বিত জেলা কার্যালয়, বরিশাল থেকে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনার সময় দুদক টিম শহিদুল ইসলাম নামের একজন ইলেক্ট্রিশিয়ানের থেকে এলটি লাইনের জন্য ১৭ হাজার টাকা অনৈতিকভাবে গ্রহণের সত্যতা পায়। তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বরিশালের পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজারকে অনুরোধ করে দুদক টিম।

এছাড়াও চট্টগ্রাম বন্দরে সরকারি রাজস্ব ফাঁকি দেয়ার অভিযোগে, রংপুরে দুইটি সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং হবিগঞ্জে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগে যথাক্রমে সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম -১, সমন্বিত জেলা কার্যালয়, রংপুর এবং সমন্বিত জেলা কার্যালয়, হবিগঞ্জ হতে ৪টি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top