ঘুষ গ্রহণকালে হাতেনাতে দুদকের হাতে গ্রেফতার

S M Ashraful Azom
0
ACC handcuffs arrested while accepting bribe
সেবা ডেস্ক: গতরাত ৮.৩০ টায় বাড়ি বরাদ্দের জন্য আবেদনকারীর নিকট হতে ৬০ হাজার টাকা নগদ ঘুষ গ্রহণকালে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, দিনাজপুর ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন-কে  তার নিজ কার্যালয় হতে গ্রেফতার করেছে দুদক।

জানা গেছে, বাড়ি বরাদ্দের জন্য ঘুষ গ্রহণকালে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ দিনাজপুর ডিভিশনের নির্বাহী প্রকৌশলী-কে গ্রেফতার করেছে দুদক। দুদক এনফোর্সমেন্ট ইউনিটে অভিযোগ আসে, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ভূমি বরাদ্দ কমিটির সভায় দিনাজপুর হাউজিং এস্টেটের একটি বাড়ি নাজমুন্নাহার নামের একজনকে বরাদ্দ প্রদানের নির্দেশনা প্রদান করা হয়। কিন্তু অনুমোদনের দেড় বছর অতিক্রান্ত হলেও বাড়িটি বরাদ্দ না দিয়ে তাঁকে হয়রানি করছিল জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, দিনাজপুর। ভুক্তভোগী তাদেরকে বারবার অনুরোধ করলেও নির্বাহী প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন ও উপসহকারী প্রকৌশলী মোঃ আব্দুল ওয়াদুদ বরাদ্দ প্রদানের জন্য ১ লক্ষ ৫০ হাজার টাকা দাবি করেন। অভিযোগকারী দুদকের শরণাপন্ন হলে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, দিনাজপুর এর উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমানের নেতৃত্বে একটি এনোফোর্সমেন্ট টিম গঠিত হয়। উল্লিখিত টিম আবেদনকারীর নিকট হতে ৬০ হাজার টাকা নগদ ঘুষ গ্রহণকালে নির্বাহী প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন এর নিজ কার্যালয়ে হাতেনাতে গ্রেফতার করে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top