
লিয়াকত হোসাইন লায়ন জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর উপজেলায় ছেলেধরা গুজব প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে স্থানীয় এম এ সামাদ পারভেজ মেমরিয়াল মহিলা কলেজ মিলনায়তনে ইসলামপুর থানা পুলিশ এ সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল। এ সময় তিনি সম্প্রতি ছেলেধরা কথাটি সম্পূর্ণ গুজব বলে উল্লেখ করে এই ধরনের গুজবে কান না দিয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।
এম এ সামাদ পারভেজ মেমরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ জামাল আবু নাছের চৌধুরী চার্লেসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন মিয়া,ইসলামপুর সরকারী কলেজের উপাদক্ষ ফরিদ উদ্দিন আহম্মেদ,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মজিবর রহমান শাহজাহান, পৌর আওয়ামী লীগের সভাপতি নুর ইসলাম নুর প্রমুখ।
সভায় ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন মিয়া ছেলেধরা গুজব রটানোর ঘটনায় কাউকে সন্দেহহ হলে আইন নিজের হাতে তুলে না নিয়ে ০১৭৬৯৬৯২৮৯০ নম্বরে দ্রুত ফোন করে জানানের জন্য অনুরোধ জানান। পরে উপজেলার বেনুয়ার চর উচ্চ বিদ্যালয়েও শিক্ষার্থীদের নিয়ে গুজব রোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।