![]() |
| সিনেমা নিয়ে ব্যাস্ত অভিনেত্রী “সুবাহ” |
সেবা ডেস্ক: নতুন সিনেমা নিয়ে কাজ করতেছে শাহ হুমাইরা সুবাহ। এর আগে তিনি বিভিন্ন মিউজিক ভিডিওতে কাজ করেছেন।
একটি স্বপ্নতরু চলচ্চিত্র অর্ঘ্য। ৪২ এর বিপ্লবীদের সাথে জঙ্গলের স্বাধীনতায় একত্রিত হয়ে সাওতার বিদ্রোহ সময়কালের অমর প্রেমের গল্প নিয়ে শুটিং শুরু হয়েছে “তোরে কত ভালোবাসি”
শাহিনা নাজমুলের গল্প ভাবান্তরে এবং রুপান্তর চিত্রনাট্য, সংলাপ, গীত ও নির্মাণকৌশলী দেওয়ান নাজমুলের অসাধারণ চলচ্চিত্র “তোরে কত ভালোবাসি।
পাহাড়ি গল্প অবলম্বনে চলচ্চিত্রটিতে চিত্র নায়িকা হিসেবে অভিনয় করছেন সুবাহ। তার বিপরীতে নায়ক হিসেবে রয়েছেন সাইফ খান। এ ব্যাপারে হইছইবিডি কে সুবাহ বলেন আশা করি তোরে কত ভালোবাসি চলচ্চিত্রটি দর্শক হৃদয়ে স্থান করে নিবে এবং যথেষ্ট জনপ্রিয়তা পাবে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।