
সেবা ডেস্ক: নারীবাদীত্ব!!! গুটিকয়েক অক্ষরগুলোর উচ্চারণ নারীবাদীতা প্রকাশ করলেও সমাজের জন্য এ যে বর্তমানে শীতল ক্যান্সারের মত।দুজন প্রেমিক প্রেমিকা স্বেচ্ছায় গৃহছাড়া হলে এর শেষ পরিনতি কি? বিয়ে??
ভুল ভাবছেন আপনি, এর শেষ পরিনতি প্রেমিকা
তার পরিবারে ফিরে যাবে।
আর ছেলে?? দাগী আসামীদের সাথে জেলে রাত কাটাবে।
জ্বী,প্রবল আলোচিত নিশু অপহরণ ঘটনার শেষ উপখ্যান এটি😊 স্বেচ্ছায় প্রেমিকের হাত ধরে ভালবেসে পালালেও সেই ভালবাসার স্থায়িত্ব মাত্র ৩দিন! পুলিশের অভিযানে ধরা পড়ার পর পুরো ঘটনা অস্বীকার করে নিশু আর সেটিই হয় ফয়সালের গোঁদের উপর বিষফোড়ার মত, শাস্তিস্বরূপ আজ তার ঠিকানা হাজতবাস মিন্নী, নিশুরা ভালোই থাকে নয়ন রিফাতরা ভালবেসেই বেঘোরা প্রাণ হারায়।
সর্বশেষে, ভাল থাকুক মিন্নী, নিশুরা সমাজের ক্যান্সার হয়ে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।