ইসলামপুরে ছেলেধরা নামে গুজব রোধে সচেতনতা সভা

S M Ashraful Azom
0
ইসলামপুরে ছেলেধরা নামে গুজব রোধে সচেতনতা সভা
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে সা¤প্রতিক ছেলেধরা সন্দেহে গুজব প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ প্রশাসনের আয়োজনে মঙ্গলবার গুঠাইল হাইস্কুল ও দাখিল মাদরাসা ২হাজার শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল। এ সময় তিনি বলেন- বাংলাদেশের উন্নয়নের অগ্রগতি রুখতে স্বাধীনতা বিরোধী চক্র ছেলেধরা নামে দেশের ভেতর ও বাইরে গুজব রটাচ্ছে। তাদের সব আন্দোলন ব্যর্থ হওয়ার পর এই সহজ পথটি ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়ানোর পথ বেছে নিয়েছে। গুজবে কান না দিয়ে সকলকে সজাগ থাকার আহবান জানান।

অনুষ্ঠিত  গুজব প্রতিরোধ সভায়গুঠাইল হাইস্কুলের হল রুমে চিনাডুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালামের সভাপতিত্বে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন মিয়া। তিনি বলেন,স¤প্রতি পদ্মা সেতু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের গুজবের জেরধরে গণপিটুনিতে দেশের বিভিন্ন স্থানে মৃত্যুর ঘটনা ঘটেছে।

এতে আহত হয়েছেন অনেকে। যারা আহত বা নিহত হয়েছেন তারা সকলেই নিরীহ মানুষ। এটা পুরোপুরি গুজব এবং সম্পূর্ণ ভিত্তিহীন।

এ সময় তিনি সকলের সহযোগীতা কামনা করে গুজব রোধে ছেলেধরা গুজব রটানোর ঘটনায় কাউকে সন্দেহ হলে আইন নিজের হাতে তুলে না নিয়ে ০১৭৬৯৬৯২৮৯০ নম্বরে দ্রæত ফোন করে জানানের জন্য অনুরোধ জানান। এসময়  স্থানীয় জনপ্রতিনিধি,সুধীজনরা উপস্থিত ছিলেন।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top