আচার ও চটপটি বিক্রির আড়ালে মদ-বিয়ারের কারবার

S M Ashraful Azom
0
Behavior and the business of selling alcohol immediately behind the sale
সেবা ডেস্ক:  আচার ও চটপটির দোকানে আমদানি নিষিদ্ধ বিদেশি মদ ও বিয়ার ক্যান মজুদ রেখে সুকৌশলে বিভিন্ন মাদক কারবারি/মাদকসেবীদের নিকট বিক্রয় করছে কতিপয় মাদক কারবারি- এমন গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন সমুদ্রসৈকতের পশ্চিম পাশে বার্মিজ মার্কেটের ভেতর অভিযান চালায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ৭ এর ক্রাইম প্রিভেনশন স্পেশাল কম্পানির অতিরিক্ত পুলিশ সুপার মো, সোহেল মাহমুদ (পিপিএম) এর নেতৃত্বে একটি বিশেষ মাদকবিরোধী আভিযানিক দল। 

অভিযান পরিচালনার সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আসামি মো. করিম (৪৬) ও মো. সাইমুন (২০) কে আটক করা হয়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদে আসামি মো. করিম এর আচারের দোকান তল্লাশি করে দোকানের ভেতরে সুকৌশলে লুকানো অবস্থায় ৩৫ বোতল বিদেশি মদ ও ১৬৮ ক্যান বিয়ার উদ্ধার করা হয় এবং আসামি মো. সাইমুন এর চটপটির দোকান তল্লাশি করে সুকৌশলে লুকানো অবস্থায় ৩০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন মাদক সিন্ডিকেটের সাথে যোগসাজশে বিদেশি মদ ও বিয়ার সংগ্রহ করে আচার ও চটপটির ব্যবসার আড়ালে সুকৌশলে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছে।

গ্রেপ্তারকৃত আসামি এবং উদ্ধারকৃত মালামাল পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top