
বকশীগঞ্জ প্রতিনিধি : বকশীগঞ্জ উপজেলায় বানভাসিদের হাহাকার অবস্থা। উপজেলা প্রশাসন থেকে যে পরিমাণ ত্রাণ দেওয়া হয়েছে তা খুবই অপ্রতুল। তাই সরকারের পাশাপাশি কিছু ব্যক্তি ও স্বেচ্চাসেবী সংগঠন বন্যার্তদের পাশে দাড়িয়েছে। তেমনি একটি সংগঠন জামালপুর ছাত্র কল্যাণ সংসদ।
২২ জুলাই সোমবার বিকালে এই সংসদের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ শাখার উদ্যোগে ২০০ বানভাসি পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
সংসদের সভাপতি মাহবুব খান রিয়াদের নেতৃত্বে একঝাঁক তরুন ছাত্র বন্যার্তদের পাশে দাড়ান। তারা সাধুরপাড়া ইউনিয়নের খান পাড়া গ্রামে এসব শুকনো খাবার বিতরণ করেন।
এসময় মাহবুব খান রিয়াদ ছাড়াও জামালপুর জেলা ছাত্র কল্যাণ সংসদের সাধারণ সম্পাদক পলাশ সরকার, সাংগঠনিক সম্পাদক জামিরুল ইসলাম, ডা. জিয়াউল হক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এাহবুব খান রিয়াদ জানান, তারা ইসলামপুর উপজেলাতেও প্রায় ৫ শতাধিক বর্ন্যাতের মাঝে শুকনো খাবার বিতরণ করেছেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।