
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জের ধানুয়া কামালপুর ইউনিয়নের বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল শনিবার দুপুরে ধানুয়া কামালপুুর ইউনিয়নের মির্ধাপাড়া এলাকায় অত্র ইউনিয়নের ১৫ শ জনকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন সাবেক অবসরপ্রাপ্ত সাজেন্ট আবদুল মোতালেব ওরফে মাইনুল ইসলাম।
মাইনুল ইসলাম তার ব্যক্তিগত উদ্যোগে প্রতি জনকে ৫ কেজি চাল, আধা কেজি ডাল, আধা কেজি তেল, আধা কেজি লবন বিতরণ করেন। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পাশাপাশি তিনি স্থানীয় বিত্তবানদের বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাড়াতে আহবান জানান।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।