
প্রিয়া সাহার রাজনৈতিক আশ্রয় আমেরিকাতে শক্ত হয়ে গেলো। যেভাবে শক্ত হয়েছিলো বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি এস, কে সিনহার।
সংখ্যালঘু নির্যাতন বা হয়রানি সারাবিশ্বের সমস্যা। খোদ আমেরিকাতেও এটা আছে। ভারত, মিয়ানমার, চীনে মুসলিমরা প্রতিদিন এই সমস্যার মুখে পড়ছে। বাংলাদেশে হিন্দু বৌদ্ধরা এমন সমস্যার শিকার হন। কিন্তু বাংলাদেশের পরিসংখ্যান বদলে দিয়েছে আওয়ামী লীগ সরকার। ২০০১ সালের নির্বাচন পরবর্তী সংখ্যালঘু নির্যাতনের চিত্র দেখলে বুঝতে পারবেন আওয়ামী লীগ সরকার আমলেই এদেশে সাম্প্রদায়িক সম্প্রতি বিরাজ করে। হ্যা আওয়ামী লীগ আমলেও নাসিরনগরের মতো কিছু ঘটনা ঘটেছে। সাম্প্রদায়িক শক্তি এ দেশে সুযোগ পেলেই ছোবল মারতে চাই। সেটা ফেসবুকে কমেন্ট দেখলে বুজতে পারবেন। কিন্তু প্রিয়া সাহার ৩ কোটি ৭০ লাখ মানুষ গুম করার অভিযোগ এদেশে হয়নি এটাই সত্য।
আমেরিকায় গিয়ে নালিশের বিষয়টি প্রিয়া সাহার মতো খালেদা জিয়া করেছেন মার্কিন শীর্ষ পত্রিকায় নিবন্ধ লিখে। এস কে সিনহা সহ অনেকে হরহামেশাই নালিশ করেছেন।
নালিশ করলেই শালিস করার ক্ষমতা আমেরিকা রাখে না। আমেরিকার রাষ্ট্রদূত গতকালই তার বক্তব্যে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়টি তুলে ধরেছেন।
নুরুল আজিম
মিরপুর, ঢাকা
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।