
সেবা ডেস্ক: গতকাল ২৫ জুলাই বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর মতিঝিল এলাকায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও বিক্রির অভিযোগে আট হোটেলকে তিন লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
আজ শুক্রবার বিকেলে র্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার এবিএম ফইজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। আদালত পরিচালনা করেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান। আদালতকে সহায়তা করে র্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার বশির আহাম্মদের নেতৃত্বে একটি দল।
তিনি জানান, অভিযানে নিউ সামিয়া হোটেলকে ৫০ হাজার টাকা, আল ফারুক হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা, নিউ সামিয়া রেস্টুরেন্টকে ৫০ জাহার টাকা, বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা, বাসমতি হোটেলকে ৫০ হাজার টাকা, সালিমার হোটেলকে ২০ হাজার টাকা, ভাই ভাই হোটেলকে ৫০ হাজার টাকা ও ক্যাফে ঝিলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া বিপুল পরিমাণ পচা ও বাসি খাবার ধ্বংস করা হয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।