অবশেষে ত্রাণমন্ত্রী ছাড়াই ইসলামপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

S M Ashraful Azom
0
অবশেষে ত্রাণমন্ত্রী ছাড়াই ইসলামপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ
মোহাম্মদ আলী : ত্রাণ মন্ত্রী আসবেন বন্যার্তদের মাঝে ত্রাণ দিতে। দুইদিন আগে থেকেই উপজেলা প্রসাশনের উদ্যোগে জানানো হয়েছিল ইসলামপুরের বানভাসিদের। মন্ত্রী আসবেন ত্রাণ দিবেন, শান্তনা দিবেন, সাহস যোগাবেন এবং এই চরম দুঃসময়ে পাশে থাকার আশ্বাস দিবেন।

এমন প্রত্যাশায় সকাল থেকেই ইসলামপুর সরকারি কলেজের মাঠে অপেক্ষা করছিলেন শত শত ত্রাণ প্রত্যাশি বানভাসি মানুষ। কিন্তু সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে যখন সন্ধ্যা প্রায়, তখন মঞ্চ থেকে ঘোষণা আসল মন্ত্রী মহোদ্বয় অনুষ্ঠানে আসতে পারবেন না। কারণ তাঁকে বহনকারি হেলিকপ্টারটি হেলিপ্যাডে নামতে পারেনি!

শুক্রবার, ইসলামপুর সরকারি কলেজ মাঠে উপজেলা প্রসাশন আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে, দুর্যোগ ব্যবস্থপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান ও পানি সম্পদ মন্ত্রাণালয়ের উপ-মন্ত্রী এ,কে,এম এনামুল হক শামীম এমপি, প্রধান অতিথি ছিলেন।

তাঁরা অনুষ্ঠানে উপস্থিত হতে পারায় অগত্যা তাদের ছাড়াই জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এড. বাকী বিল্লাহ, সাবেক প্রতিমন্ত্রী, মির্জা আজম এমপি, স্থানীয় এমপি, ফরিদুল হক খান দুলাল, সংরক্ষিত আসনে মহিলা এমপি, হোসনে আরা ও উপজেলা প্রসাশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিতদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

এব্যাপারে ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার, মোঃ মিজানুর রহমান বলেন, পাইলটদের মতে মন্ত্রী মহোদ্বয়দের বহনকারি হেলিকপ্টারটি অবতরণ করার মতো হেলিপ্যাড উপযুক্ত ছিল না।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top