
সেবা ডেস্ক: দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের উপর দিয়ে সব ধরনের ভারী যানবাহন চলাচল বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া এর অংশ হিসেবে লোহার বার স্থাপনেরও নির্দেশ দেয়া হয়েছে।
শনিবার বিকেলে তিস্তা ব্যারেজ এলাকা পরিদর্শনে গিয়ে স্থানীয় প্রশাসন ও ব্যারেজ কর্তৃপক্ষকে এ নির্দেশনা দেন পানি সম্পদ সচিব কবির বিন আনোয়ার। এ সময় সচিব সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পানি সম্পদ সচিবের এ নির্দেশনার পর এরই মধ্যে লোহার বার স্থাপন করা হয়েছে। এছাড়া স্থানীয় প্রশাসনের উদ্যোগে ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
উল্লেখ্য, তিস্তা ব্যারেজভুক্ত ‘গ্রেড-১’ রাষ্ট্রের অধিকতর গুরুত্বপূর্ণ (কেপিআই) স্থাপনা। এর ওপর দিয়ে ছোট যানবাহন চলাচলের অনুমোদন থাকলেও ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।