
সেবা ডেস্ক: ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি হলো নামাজ। মুসলমানদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ।
কিন্তু নামাজের সময় জায়নামাজে দাঁড়িয়ে মন যদি অন্য কোথাও পড়ে থাকে, তবে সেই নামাজের কোনো মূল্য নেই। নামাজে মনোযোগ না থাকার সমস্যায় ভোগেন অনেকেই। তাদের জন্যে নামাজে মনোযোগ বাড়ানোর কিছু উপায় নিম্নে উল্লেখ করা হলো-
(১) নামাজের জন্য পূর্ব প্রস্তুতি গ্রহন করা।
(২) ধীর-স্হীরতার সহিত নামাজ আদায় করা।
(৩) নামাজে মৃত্যুকে স্বরণ করা।
(৪) নামাজে পঠিত সূরার অর্থ বুঝা।
(৫) নামাজে সৃষ্টি কর্তার সঙ্গে কথা বলছেন মনে করা।
(৬) নামাজে কোরআন তারতিলের সহিত সুন্দর সুরে তেলাওয়াত করা।
(৭) সিজদার স্থানে চোখ রাখা।
(৮) নামাজে সূরা, তাজবিতে ভিন্নতা আনা।
(৯) শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করা।
(১০) দোয়ার স্থানে বেশি বেশি দোয়া করা।
(১১) নামাজ শেষে মাসনুন দোয়া সমূহ পাঠ করা।
(১২) নামাজে খুসু-খুজু আনার উপকারিতা সম্পর্কে জানা।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।