ভারতে ৪৯ জন বিশিষ্ট ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা

S M Ashraful Azom
0
India sedition case against 49 eminent persons
সেবা ডেস্ক: প্রতিবেশী দেশ ভারত জুড়ে ধর্মীয় অসহিষ্ণুতা বন্ধের দাবিতে এবং 'জয় শ্রীরাম' ধ্বনি তুলে সাম্প্রদায়িক উসকানিমূলক বার্তার প্রতিবাদে গত ২৩ জুলাই মঙ্গলবার সরব হয়েছিলেন ৪৯ জন বিশিষ্ট ব্যক্তি। অসহিষ্ণুতামূলক বিষয় উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দপ্তরে চিঠি পাঠিয়েছেন তারা। এরই  জেরে  'দেশদ্রোহী' আখ্যা দিয়ে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় তাদের বিরুদ্ধে মামলা করেছেন এক আইনজীবী।

এর আগে প্রধানমন্ত্রীর সমর্থনে পালটা চিঠি দিয়েছেন ৬১ জনের এক বিশিষ্ট দলও। যেই তালিকায় নাম রয়েছে কঙ্গনা রানাউত, প্রসূন যোশিদের মতো ব্যক্তিত্বদেরও। মোদিপন্থীদের ওই পালটা চিঠির মোক্ষম জবাবও দিয়েছেন অপর্ণা সেন এবং সৌমিত্র চট্টোপাধ্যায়। এবার সেই বিতর্কের আগুনেই আরো একবার ঘি পড়ল। মামলা দায়ের হলো অপর্ণা, সৌমিত্রদের বিরুদ্ধে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দেওয়া ওই ৪৯ জনের বিরুদ্ধে 'দেশদ্রোহিতার' অভিযোগ এনে বিহার আদালতে মামলা দায়ের করা হয়েছে। ভারতের ৪৯ বিদ্বজ্জনকে 'দেশদ্রোহী' আখ্যা দিয়ে ওই মামলাটি দায়ের করেন সুধীর কুমার ওঁঝা নামে এক একজন আইনজীবী।

সুধীর কুমারের অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উন্নয়নে ব্যাঘাত ঘটানো এবং দেশের ভাবমূর্তি নষ্ট করার প্রচেষ্টা চালাচ্ছেন ওই বিদ্বজ্জনেরা। তাদের বিরুদ্ধে দেশদ্রোহিতা, ধর্মীয় ভাবাবেগে আঘাত, দেশের অখণ্ডতা ক্ষুণ্ণ করা-সহ একাধিক অভিযোগে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা করেছেন ওই আইনজীবী।

পাশাপাশি তিনি এই মামলায় সাক্ষী হিসেবে কঙ্গনা রানাউত, মধুর ভাণ্ডারকর, বিবেক অগ্নিহোত্রীদের নামও উল্লেখ করা হয়েছে। মামলার শুনানি হবে আগামী ৩ আগস্ট।

প্রসঙ্গত 'ধর্মীয় অসহিষ্ণুতা' নিয়ে পাঠানো চিঠির পাল্টা জবাব দিতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমর্থনে শুক্রবার চিঠি পেশ করেছিলেন সরকারপন্থী ৬২ জন বিদ্বজ্জন। চিঠিতে স্বাক্ষর করেছেন অভিনেত্রী পার্নো মিত্র, কাঞ্চনা মৈত্র, পরিচালক মিলন ভৌমিক, অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়,

পরিচালক মধুর ভাণ্ডারকর, বিবেক অগ্নিহোত্রী, লেখক ও গীতিকার প্রসূন যোশী, নৃত্যশিল্পী সোনাল মানসিং, পণ্ডিত বিশ্বমোহন ভট্টসহ ৬১ জন বিশিষ্ট ব্যক্তি।  মোদিপন্থী বিদ্বজ্জনরা তাদের চিঠিতে অনুরাগ-অপর্ণা-শ্যাম বেনেগালদের রীতিমতো তুলোধুনা করেছেন।

এদিকে শনিবার মোদিপন্থী কঙ্গনা, প্রসূন, পার্নোদের পাল্টা চিঠির কড়া সমালোচনা করে অপর্ণা সেন বলেছেন, মাত্র ৪৯ জন লোক চিঠি দিলো, আর তাতেই দু'দুটো প্রাণনাশের হুমকি চলে এলো? এতো ভয়!

ইতিমধ্যেই কৌশিক সেনকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। হুমকি পেয়েছেন অনুরাগ কাশ্যপও। হাসি পাচ্ছে আমার। তার মানে কোথাও গিয়ে ওদের আঁতে ঘা লেগেছে নিশ্চয়।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top