
সেবা ডেস্ক: তিনদিনের সফরে আগামীকাল ২৯ জুলাই সোমবার ঢাকায় আসছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কোনো। শুক্রবার কূটনীতিক সূত্র এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবার তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং তাদের সঙ্গে মতবিনিময় করবেন। ওই দিনেই ঢাকায় ফিরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। বুধবার তার ফিরে যাওয়ার কথা রয়েছে।
গত বছরের আগস্টে তারো কোনো সর্বশেষ বাংলাদেশ সফর করেন। এবারে রোহিঙ্গা ইস্যু ছাড়াও জাপান ২০২৫ সালে ওয়ার্ল্ড এক্সপো আয়োজন করবে, তারা এতে বাংলাদেশের সমর্থন পেতে চাইছে।
এছাড়া আগামী ২০২৩-২৪ মেয়াদে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে লড়তে আগ্রহী জাপান। এতেও ঢাকাকে পাশে চায় টোকিও।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।