
গাইবান্ধা জেলা প্রতিনিধি : বিশ্ব সন্ত্রাস বিরোধী সংগঠন (ওয়াটো) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান খশরুর নির্দেশনায় ডঅঞঙ" গাইবান্ধা জেলা শাখার আয়োজনে ২৭ জুলাই শনিবার সকালে গাইবান্ধা শহরের জুবিলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৪ হতে ৫ শত বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী ( শুকনো খাবার) বিতরণ করা হয়।
ত্রান সহায়তা বিতরণের এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধার পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, সিভিল সার্জন ডাঃ এবিএম আবু হানিফ, পৌর মেয়র এ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, সদর থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ শাহরিয়ার, ডঅঞঙ" এর বাংলাদেশ অধ্যায়ের কেন্দ্রীয় সহকারী সম্পাদক ইন্জিনিয়ার নুরুল আমিন পাপুল,জেলা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান পলাশ,সহঃ সভাপতি আহমেদ ফারুক মাসুম,সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা মবিয়া হাসান নিয়াত চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শুভ আহমেদ, ইন্জিনিয়ার আবদুল মান্নান, শরীফ মীর আলম মন্টি, সৌরভ ইসলাম কানন, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব মিয়া,অবসরপ্রাপ্ত শিক্ষিকা রশিদা বেগম প্রমুখ। বিশেষ ভ‚মিকায় ছিলেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মবিয়া হাসান নিয়াত।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।