
সেবা ডেস্ক: আমাদের সমাজে সাধারণত প্রেমের পরিণতি কিংবা স্বীকৃতি আসে বিয়েতে। তাই বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে অনশনে বসেছেন এক তরুণী।
এমনটাই ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কালীগঞ্জে।
জানা গেছে, ওই তরুণীর নাম সারজিনা খাতুন। ২৩ বছর বয়সী এই তরুণী রবিবার কালীগঞ্জের ছোট চাঁদঘরের শিকারি পাড়ায় রাজু শেখের বাড়ির সামনে অনশনে বসেছেন। সারজিনার বাড়িও একই পাড়ায়।
সারজিনার দাবি, দীর্ঘ দশ বছর ধরে ওই যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক তার।
অভিযোগ, সারজিনাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন তার প্রেমিক রাজু শেখ। কিন্তু এখন বেঁকে বসেছেন সেই প্রেমিক। এ কারণে রাজুর বাড়ির সামনে অনশনে বসেন তিনি। কিন্তু সেখান থেকে অপমান করে তাড়িয়ে দেওয়া হয় তাকে।
তবে হাল ছাড়েননি সারজিনা। বিকেলে ফের রাজুর বাড়ির সামনে অনশনে বসেন বেলডাঙা কলেজের এই ছাত্রী।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।