বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদের উজান কলকিহারা অংশে জিও ব্যাগ স্থাপনের স্থান থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
![]() |
| বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে ড্রেজিং: ২ জনকে ১ মাসের কারাদণ্ড দেয় বকশীগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার |
শনিবার রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ জহুরুল হোসেন এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন সিকান্দার আলি এবং আফসার আলি। তারা ব্রহ্মপুত্র নদের যে অংশ থেকে বালু উত্তোলন করছিলেন, সেটি নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপনের জন্য নির্ধারিত ছিল। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে সরকারি এই প্রকল্পের ক্ষতিসাধন হচ্ছিল।
উপজেলা প্রশাসন জানায়, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বকশীগঞ্জ থানা পুলিশ ও আনসার সদস্যরা ইউএনওকে সহায়তা করেন।
অভিযান শেষে দণ্ডপ্রাপ্ত দুই আসামীকে জেল হাজতে প্রেরণের জন্য বকশীগঞ্জ থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।
ইউএনও শাহ জহুরুল হোসেন জানান, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অভিযান অব্যাহত থাকবে।
সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন
বকশীগঞ্জ- নিয়ে আরও পড়ুন

বকশীগঞ্জের ইউনিয়ন পরিষদে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অনিয়ম: প্রশাসক নিয়োগ

নিবন্ধন-প্রতীক পাওয়ায় বকশীগঞ্জে এনসিপির আনন্দ মিছিল

বকশীগঞ্জে কোরবানীর মাংস পেলো এতিমখানাসহ হিজরা ও বেদে সম্প্রদায়

বকশীগঞ্জে ইন্টারনেটে জুয়া খেলার সময় যুবক আটক

বকশীগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।