
রফিকুল আলম, ধুনট প্রতিনিধি: বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি বগুড়ার ধুনট উপজেলা শাখার উদ্যেগে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি পেশ করা হয়েছে। বন্যাদূর্গত এলাকা ঘোষনা ও পর্যাপ্ত ত্রান সহায়তাসহ ৬ দাবীতে রোববার সকাল সাড়ে ১১টার দিকে এই স্মারকলিপি পেশ করা হয়।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা দাপ্তরিক কাজে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান করায় তার পক্ষে স্মারকলিপি গ্রহন করেন অফিস সহকারী আপাল দুলাল।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য সাহা সন্তোষ, ধুনট উপজেলা কমিটির সাধারণ সম্পাদক বিভ‚তী ভুষন শীল, বগুড়া জেলা কমিটির সহ-সভাপতি ছামসুল হক ভোলা ও সদস্য সামছুর রহমান প্রমূখ।
স্মারকলিপিতে দাবী সমূহের মধ্যে রয়েছে, বন্যা আক্রান্ত উপজেলাকে বন্যাদূর্গত অঞ্চল ঘোষনা, পর্যাপ্ত ত্রান সহায়তা প্রদান, বন্যা আক্রান্ত মানুষদের বিশেষ চিকিৎসাসেবার আওতায় আনা, ত্রানের অনিয়ম, লুটপাট, ও দূর্নীতি বন্ধ করা, বন্যা আক্রান্ত এলাকায় ৬ মাসের জন্য এনজিও লোনের কিন্তি উত্তোলন বন্ধ ঘোষনা এবং বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পূর্নবাসন করা।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।